উত্তর: গর্ভে ভ্রুণ আসার পর সামাজিক লজ্জা, কাজকর্মের চাপ, চাকুরির অসুবিধা, সন্তানের দেখভাল করা কষ্টকর ইত্যাদি অজুহাতে তা নষ্ট করা জায়েয নয়। কেননা তা সন্তান হত্যার শামিল। মহান আল্লাহ বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ ‘আর যখন জীবন্ত প্রত্থিত শিশুকে জিজ্ঞাসা করা হবে। কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে’ (আত-তাকভীর, ৮১/০৮-০৯)। তাছাড়া গর্ভপাত করার স্বাস্থ্যগত ক্ষতিও অনেক আছে। পরবর্তীতে গর্ভ ধারণে সমস্যা, মাসিকের ধারাবাহিকতা নষ্ট হওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এই কাজ থেকে বিরত থাকা কর্তব্য।
প্রশ্নকারী : হাসান সবুজ
পরশুরাম, ফেনী।