কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : আমার ৩ বছর বয়সী একটি ছেলে বাচ্চা আছে আল্লাহর রহমতে চার মাসের একটি মেয়ে বাচ্চাও আছে, স্ত্রী আবারও বাচ্চা কনসিভ করেছে। বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা।কিন্তু সে বাচ্চা নিতে চাচ্ছে না। কারণ দুই বাচ্চাকে লালনপালন করতে তাকে অনেক বেগ পেতে হচ্ছে। বাড়িতে সদস্য সংখ্যা ৮ (আট) জন। বাড়ির সকল কাজকর্ম অনেকাংশেই সে একাই করে। স্বামী হিসেবে এখন আমার করণীয় কী? আল্লাহর কাছে গুনাহগার হতে চাই না।

উত্তরগর্ভে ভ্রুণ আসার পর সামাজিক লজ্জা, কাজকর্মের চাপ, চাকুরির অসুবিধা, সন্তানের দেখভাল করা কষ্টকর ইত্যাদি অজুহাতে তা নষ্ট করা জায়েয নয়। কেননা তা সন্তান হত্যার শামিল। মহান আল্লাহ বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ ‘আর যখন জীবন্ত প্রত্থিত শিশুকে জিজ্ঞাসা করা হবে। কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে’ (আত-তাকভীর, ৮১/০৮-০৯)। তাছাড়া গর্ভপাত করার স্বাস্থ্যগত ক্ষতিও অনেক আছে। পরবর্তীতে গর্ভ ধারণে সমস্যা, মাসিকের ধারাবাহিকতা নষ্ট হওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই এই কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

প্রশ্নকারী : হাসান সবুজ

পরশুরাম, ফেনী।


Magazine