উত্তর: হাঁস-মুরগি অথবা পশুপাখির অবয়বে পুতুল বা খেলনা তৈরি করা হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক ছবি অঙ্কনকারী বা প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার প্রস্তুতকৃত প্রতিটি ছবিকে জীবন দেওয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো শাস্তি দিতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/২২২৫, ৫৯৬৩; ছহীহ মুসলিম, হা/২১১০)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘ক্বিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/৫৬৫৯)। আর এগুলো ক্রয় করাও যাবে না। কেননা এতে অন্যায়কে সহযোগিতা করা হবে, যা নিষেধ (আল-মায়েদা, ৫/২)। আর এগুলো ঘরে রেখে ছালাত আদায় করলে, সেই ছালাত শুদ্ধ হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কুকুর অথবা ছবি থাকে এমন ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না’ (তিরমিযী, হা/২৮০৪; ইবনু মাজাহ, হা/৩৬৪৯)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও। কারণ ছালাত আদায়ের সময় এর ছবিগুলো ছালাতে আমার একাগ্রতা নষ্ট করে দেয়’ (ছহীহ বুখারী, হা/৩৭৪; ছহীহ মুসলিম, হা/২১০৪)।
প্রশ্নকার : রাহুল ইসলাম
দূর্গাপুর, রাজশাহী।
