কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : এক ওযূতে দুই ওয়াক্তের ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : এক ওযূতে একাধিক ওয়াক্তের ছালাত আদায় করা যাবে। কেননা প্রত্যেক ছালাতের পূর্বে ওযূ করা শর্ত নয়। বরং ওযূ থাকা শর্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ওযূ ছাড়া ছালাত হবে না’ (আবুদাঊদ, হা/১০১; ইবনু মাজাহ, হা/৩৯৮ মুসতাদরাকে হাকেম, হা/৫১৮)। মক্কা বিজয়ের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযূতে একাধিক ওয়াক্তের ছালাত আদায় করেন। তখন ওমর রাযিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি এতদিন যা করেননি আজ তা করলেন। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই তা করেছি’ (মুসনাদে আহমাদ, হা/২৩০৭৯)। অত্র হাদীছ প্রমাণ করে যতক্ষণ ওযূ থাকবে ততক্ষণ সেই ওযূতে ছালাত আদায় করতে পারবে।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine