উত্তর: আল্লাহ তাআলার নাম বা কুরআনের কোনো আয়াত লেখা রয়েছে এমন কোনো পোশাক পরিধান করা যাবে না এবং এমন কোনো পোশাক দিয়ে ব্যবসা করাও যাবে না। কেননা তাতে আল্লাহর নাম ও তার আয়াতকে অপমান করা হয়। কারণ পোশাকে নাপাকী লাগতে পারে, মানুষ তা পরিহিত অবস্থায় ইস্তিঞ্জা করতে যায়, অনেক সময় মানুষ পোশাকের উপর বসে। তাই আল্লাহর নাম দিয়ে পোশাক তৈরি করা বা পরিধান করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাক্বওয়ারই বহিঃপ্রকাশ’ (আল-হজ্জ, ২২/৩২)। তবে আল্লাহর নাম বা কুরআনের আয়াত ব্যতীত শিক্ষামূলক কথাবার্তা, উত্তম আচরণে উদ্বুদ্ধকরণের বিভিন্ন বাণী লেখা যেতে পারে।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মামুন
গজারিয়া, মুন্সিগঞ্জ।