কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : বাড়ীর উঠানে বা চুলার আশেপাশে কুকুর পা দিয়ে মাটি খুড়ে। অনেকেই বলেন, এটা বাড়ীর জন্য অমঙ্গল। এ ধারণা করা কি ঠিক?

উত্তর : এমন ধারণা করা ঠিক নয়। কেননা এর কোনো শারঈ ভিত্তি নেই। এটা সামাজিক কুসংষ্কার।

প্রশ্নকারী : মাহমূদা আক্তার

পলাশবাড়ী, গাইবান্ধা।


Magazine