কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): আমাদের এলাকায় রামাযান মাসে মসজিদের ইমাম মুয়াযযিন মিলাদ করে, রামাযানে সাহরীর সময় গযল বলে, ডাকাডাকি করে, মসজিদে বিভিন্ন পীরের মুরিদের যিকির হয়, আলোচনা হয়।রামাযান কেন্দ্রিক এগুলো করার বিধান কী?

উত্তর: রামাযানে ও রামাযানের বাহিরে মিলাদ করা, সাহারীর সময় গযল বলা, ডাকাডাকি করা, মসজিদে বিভিন্ন পীরের মুরিদের যিকির করা এগুলো শরীআতে স্পষ্ট বিদআত। ইবাদতের নামে এ শরীআতবিরোধী কাজগুলো করা হয়। যার প্রমাণে কোনো জাল-যঈফ হাদীছও নেই। এমনকি ফিকাহ শাস্ত্রের কোনো বইয়েও নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবী বা তাবেঈ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ আমাদের এ শরীআতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭)। এছাড়াও এসময় মাইকের আওয়াজ ইবাদতকারীদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া অসুস্থ পুরুষ-নারী, শিশু ও অমুসলিমদের ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি করে।

প্রশ্নকারী : মো. সবুজ মিয়া

ঢাকা।


Magazine