কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : ক্বিয়ামতের মাঠে কুরবানীর পশুর লোম, শিং ও খুর উপস্থিত হবে। একথা কি ঠিক?

উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ তিরমিযী, হা/১৪৯৩; মিশকাত, হা/১৪৭০; সিলসিলা যঈফা, হা/৫২৬, ২/১৪; যঈফ তারগীব, হা/৬৭১, ১/১৭০)। এছাড়া উক্ত হাদীছ কুরআনের আয়াতের বিরোধী। কেননা মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর নিকটে কুরবানীর গোশত ও রক্ত পৌঁছে না; বরং তোমাদের তাক্বওয়া তাঁর নিকট পৌঁছে’ (আল-হজ্জ, ২২/৩৭)।
প্রশ্নকারী : ছিবগাতুল্লাহ
আত্রাই, নওগাঁ।

Magazine