উত্তর : বিচার দিবসে সকল প্রকার নিয়ামতের বিষয়ে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই সেই কিয়ামতের দিন তোমাদেরকে নেয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে’ (তাকাছুর, ১০২/৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে কিয়ামতের দিন খেজুর ও পানি সম্বন্ধে জিজ্ঞেস করা হবে (তিরমিযী, হা/৩২৬৬, ৩৩৫৬; আহমাদ, হা/১৪৩৪; তাখরিজু মশকিলী আসার, হা/৪৬৭)। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার নিকট সর্বপ্রথম যে নেয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে সে প্রসঙ্গে তাকে বলা হবে, আমি তোমার শরীর কি সুস্থ রাখিনি এবং সুশীতল পানির মাধ্যমে তোমাকে তৃপ্ত করিনি? (তিরমিযী, হা/৩৩৫৮)।
প্রশ্নকারী : আরিফ বিন আলী
ফেনী সদর।