কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : বিবাহ সম্পন্ন হওয়ার পর স্বামী এবং স্ত্রীর একত্রে যে দুই রাকআত নফল ছালাত আদায় করবে; সেই দুই রাকআত ছালাত কি স্বরবে হবে নাকি নিরবে হবে?

উত্তরবাসর রাতে মিলনের পূর্বে স্বামী-স্ত্রী জামা‘আত সহকারে দুই রাকআত ছালাত আদায় করা সুন্নাত (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/১৭৪৩৮, ১৭৪৪১)। এতে স্বামী ইমামতি করবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করবে (মুছান্নাফে ইবনি আবী শায়বাহ, হা/ ১৭৪৪১)। যদি বাসর রাতের বেলায় হয়, তাহলে ক্বিরা‘আত জোরে পড়বে। আর যদি দিনের বেলায় হয়, তাহলে ক্বিরা‘আত আস্তে পড়বে (আল-মাজমূ‘উ শারহুল মুহাযযাব, ৩/৩৯১ পৃ.)। তবে কোন মহিলা ঋতুবতী অবস্থায় থাকলে তা পরবর্তীতে আদায় করতে হবে না।

প্রশ্নকারী : গাজী মোহাম্মদ বিন হাবিব

নলছিটি, ঝালকাঠি।

 

Magazine