কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : স্ত্রী হায়েয অবস্থায় তার মৃত স্বামীকে গোসল করাতে পারে কি?

উত্তর: হায়েযা মহিলা ছালাত, ছিয়াম, স্ত্রী সহবাস ও কা‘বাঘর তওয়াফ ব্যতীত সকল কাজ করতে পারবে; এতে কোনো বাধা নিষেধ নাই। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘পবিত্র না হওয়া পর্যন্ত কা‘বাঘর তওয়াফ করা ব্যতীত হাজীগণ যা যা করেন তুমি তাই করো’ (ছহীহ বুখারী, হা/৩০৫; ছহীহ মুসলিম, হা/৮৭৪)। সুতরাং হায়েযগ্রস্ত স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারে।
প্রশ্নকার : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাংগাইল।

Magazine