কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): ঘুমের মাঝে বুকের উপর জিন ভর করে। যাকে আমরা বোবা জিন বলে থাকি। বোবা জিনের অস্তিত্ব ইসলামে আছে কি? যদি থাকে তাহলে এর চিকিৎসা কী?

উত্তর: বোবা জিনে ধরা স্বপ্নের অন্তর্ভুক্ত। স্বপ্ন ভালো খারাপ হতে পারে। খারাপ স্বপ্নেরই একটি দিক হলো বোবা জিনে ধরা। সুতরাং এমনটি হলে বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে, শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইবে, তার পার্শ্ব পরিবর্তন করবে এবং উঠে দুই রাকআত ছালাত আদায় করবে (ছহীহ মুসলিম, হা/২২৬১-২২৬২)।

প্রশ্নকারী: মইনুল ইসলাম

চট্টগ্রাম।


Magazine