কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমি ৭৮ কিমি দূরে যাব এবং সেখানে ১৫ দিনের বেশি থাকব। এ অবস্থায় ছালাত কি কছর করতে হবে?

উত্তর: সফরে বের হয়ে যতদিন তার কাজ শেষ না হচ্ছে বা স্থায়ী থেকে যাওয়ার সিদ্ধান্ত না নিচ্ছে, ততদিন সে কছর করতে পারে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফরে অবস্থানকালে উনিশ দিন পর্যন্ত ছালাত কছর করেন। সেহেতু আমরাও উনিশ দিনের সফরে থাকলে কছর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ ছালাত আদায় করি (ছহীহ বুখারী, হা/১০৮০)। জাবির বিন আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে বিশ দিন অবস্থানকালীন সময়ে কছর করতেন (আবূ দাঊদ, হা/১২৩৫; আহমাদ, হা/১৪১৩৯)।

প্রশ্নকারী : অন্তর

নোয়াখালী।


Magazine