উত্তর: কেউ কোনো মুমিন ব্যক্তিকে ভুলবশত হত্যা করলে, হত্যাকারীকে একটি মুমিন দাস মুক্ত করতে হবে এবং নিহত ব্যক্তির পরিজনকে রক্তপণ দিতে হবে। আর যদি নিহত ব্যক্তি শক্রপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে শুধু একটি মুমিন দাস মুক্ত করতে হবে, রক্তপণ দিতে হবে না। আর যদি নিহত ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, তাহলে রক্তপণ দিতে হবে এবং একটি মুমিন দাস মুক্ত করতে হবে। আর যদি এমনটি করতে সক্ষম না হয়, তাহলে তাকে একাদিক্রমে দুই মাস ছিয়াম পালন করতে হবে (আন-নিসা, ৪/৯২)।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
চট্রগাম।