উত্তর: সূদ হারাম এবং ভয়াবহ গুনাহ। সূদ খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ ঘোষনা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সূদের যে সমস্ত বকেয়া আছে, তা ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হয়ে থাক। যদি তোমরা না ছেড়ে দাও, তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। তবে যদি তওবা করো, তবে তোমরা নিজেদের মূলধন তোমাদেরেই থাকবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না’ (আল বাকারা, ২/২৭৮-২৭৯)। এ ছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদের সম্পৃক্ত চার প্রকারের লোককে অভিসম্পাত করেছেন। জাবের রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ‘সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক ও সাক্ষীদ্বয়কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন আর বলেছেন, (পাপের ক্ষেত্রে) তারা সকলেই সমান’ (মুসলিম, হা/১৯৯৮)। তাই সূদ মিশ্রিত কোনো চাকুরি করা থেকে বিরত থাকতে হবে। কেননা এর মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা করা হয়। আর ইসলামে হারাম কাজে সহযোগিতা করা নিষেধ। আল্লাহ বলেন, ‘পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না’ (আল মায়েদা, ৫/২)। তবে এক্ষেত্রে যদি সূদ বা সংশ্লিষ্ট সকল কাজ থেকে বেঁচে থাকা যায়, তাহলে এই সেক্টরে চাকুরী করাতে কোনো অসুবিধা নেই।
প্রশ্নকারী : মো. আসিফ ইকবাল
মিরপুর, ঢাকা।