কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : আদম (আ.)-এর বয়স কত ছিল?

উত্তরআদম আ.-এর বয়স ছিল ১০০০ বছর। রাসূলুল্লাহ ছা. বলেন, আদম আলাইহিস সালাম -এর নিকট মালাকুল মাউত এসে হাজির হলে তিনি তাকে বললেন, আমার ধার্যকৃত বয়স হলো এক হাজার বছর। যথাসময়ের আগেই তুমি এসেছো। মালাকুল মাউত বললেন, হ্যাঁ; তবে আপনি আপনার বয়স হতে ষাট বছর আপনার বংশধর দাউদ আলাইহিস সালাম-কে দান করেছিলেন। আদম আলাইহিস সালাম তা ভুলে গিয়ে অস্বীকার করে বসলেন (তিরমিযী, হা/৩৩৬৮; মিশকাত, হা/৪৬৬২ ‘হাসান হাদীছ’)।

প্রশ্নকারী : আল আমিন

নওগাঁ।

Magazine