উত্তর : না, মিরাজের রাত্রিতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেননি। আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, যদি কেউ তোমাকে বলে যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রতিপালককে দেখেছেন, তাহলে সে মিথ্যাচারী। তারপর তিনি পাঠ করলেন, ‘দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ব করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে আয়ত্ব করেন এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত (আল-আনআম, ৬/১০৩; ছহীহ বুখারী, হা/৪৮৫৫)। আবূ যার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেছি, আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বললেন, ‘তিনি তো (আল্লাহ) নূর, তা আমি কী রূপে দেখব’ (ছহীহ মুসলিম, হা/১৭৮)।
প্রশ্নকারী : জাহাঙ্গীর আলম
ঢাকা।