কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : পুরুষের জন্য কোন রঙের পোষাক পরিধান করা হারাম? জানিয়ে বাধিত করবেন।

উত্তর : হলুদ কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হলুদ রঙের দুটি কাপড় পরিহিত অবস্থায় দেখলেন এবং বললেন, এগুলো হলো কাফেরদের পোশাক। অতএব তা পরিধান করো না’ (ছহীহ মুসলিম, হা/২০৭৭; মিশকাত, হা/৪৩২৭)। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুইটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন এবং বললেন, তোমার মা কি তোমাকে এ কাপড় পরার আদেশ করেছেন? আমি বললাম, আমি ধুয়ে নিব। তিনি বললেন, না, বর; পুড়িয়ে ফেলো (ছহীহ মুসলিম, হা/২০৭৭; মিশকাত, হা/৪৩২৭)। শুধু এক কালার/নিরেট লাল রঙের কাপড় না পরাই ভালো। আলী রযিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমি বলিনি, তিনি তোমাদের স্বর্ণের আংটি, রেশম মিশ্রিত কাপড় যা মিছরে তৈরী হয়, লাল-হলুদ মিশ্রিত কাপড় পরতে ও রুকূতে কুরআন পাঠ করতে নিষেধ করেছেন (নাসাঈ, হা/৫১৭৩)। তবে হালকা লাল রং মিশ্রিত কাপড় পরা যায়। হেলাল ইবনু আমের রযিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিনার মাঠে খচ্চরের পিঠে চড়ে খুৎবা দিতে দেখেছি। তখন তার পরনে ছিল লাল রং মিশ্রিত একটি চাদর এবং আলী রযিয়াল্লাহু আনহু তাঁর সামনে তাঁর বক্তব্য ব্যাখ্যা করছিলেন (আবূ দাঊদ, হা/৪০৭৩; মিশকাত, হা/৪৩৬৩)।

প্রশ্নকারী : মো. মামুন মাহমুদ

শাজাহানপুর, বগুড়া।


Magazine