উত্তর: কোনো খাবার অনুষ্ঠানে মহিলাদের যাওয়া ঠিক নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ ও মহিলা ছাহাবীগণ কোনো খাবার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব, নারীদের এসব অনুষ্ঠানে উপস্থিত হওয়া বন্ধ করতে হবে। এসব হিন্দুয়ানী কুসংস্কার। নিতান্তই যদি যেতেই হয়, তাহলে পুরুষ ও নারীর আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। তা না হলে পর্দার বিধান লঙ্ঘিত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর মুমিন নারীদেরকে বলো, যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। আর যা সাধারণত প্রকাশ পায়, তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না’ (আন-নূর, ২৪/৩১)। তিনি আরো বলেন, ‘তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র’ (আল-আহযাব, ৩৩/৫৩)। এজন্য পর্দা ও শালীনতা বজায় রেখে নারী পুরুষের আলাদা ব্যবস্থা করতে হবে।
প্রশ্নকারী : আবূ সোয়াইব
গাইবান্ধা।