কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : কয়েক রাকআত না পাওয়া ব্যক্তি (মাসবূক) ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পর ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলে তার ছালাত হবে কি?

উত্তরইমাম ছালাত সমাপ্ত করার পর মাসবূক (রাকআত না পাওয়া) ব্যক্তি ছুটে যাওয়া ছালাত আদায় করবে। কেননা ছালাত সমাপ্ত না হওয়া পর্যন্ত সে ইমামের অনুসরণে থাকে। তাই তো মাসবুকের ছুটে যাওয়া রাক‘আতে ইমামের ভুল হলেও তাকে সাহু সিজদা দিতে হয়। আর অধিকাংশ হাদীছ দ্বারা যা বুঝা যায় যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সালামের মাধ্যমে ছালাত সমাপ্ত করতেন। আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে এমনভাবে মুখ ঘুরিয়ে সালাম ফিরাতেন যে, তাঁর মুখমন্ডলের শুভ্র অংশটি পরিলক্ষিত হত এবং তিনি ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা-হ’ বলে সালাম ফিরাতেন (আবূ দাউদ, হা/৯৯৬; ইবনু মাজাহ, হা/৯১৪)। তাই মাসবুক ব্যক্তি ইমাম দ্বিতীয় সালাম ফেরানোর পর ছুটে যাওয়া ছালাত আদায়ের জন্য দাঁড়াবে। এটি অধিক হাদীছ সম্মত। তবে, এক সালামেও ছালাত সমাপ্ত হয় মর্মে কিছু ছহীহ বর্ণনা পাওয়া যায়। তাই কেউ এক সালাম ফেরানোর পর দাঁড়িয়ে গেলে তার ছালাত বাতিল হয়ে যাবে এমনটি বলা যাবে না (মুসান্নাফ ইবনু আবি শায়বা, হা/৩১০০; ছহীহ ইবনু হিব্বান, হা/৭০৪৬)। আল্লাহ ভালো জানেন!

প্রশ্নকারী : গাজী কাওছার আহমাদ

কেরানিগঞ্জ, ঢাকা।

Magazine