উত্তর : প্রতিবেশী হিসেবে কোনো অমুসলিমকে বিয়ের ওয়ালীমা খাওয়ানোতে শারঈ কোনো বাধা নেই, যদি তারা ইসলাম বিদ্বেষী না হয়। আল্লাহ তাআলা বলেন, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন’ (আল-মুমতাহিনা, ৬০/৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে’। অন্য বর্ণনাতে রয়েছে, ‘সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে’ (ছহীহ বুখারী, হা/৬১৩৬; ছহীহ মুসলিম, হা/৪৭)। আর অমুসলিমকে কোনো কিছু হাদিয়া দেওয়া জায়েয। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রযিয়াল্লাহু আনহু-কে একটি রেশমী কাপড় দিয়েছিলেন, যাতে তিনি সেটি অন্য কাউকে দিয়ে দেন বা তা বিক্রি করে অন্য কাজে লাগান। তখন উমর রযিয়াল্লাহু আনহু তা তার এক বৈপিত্রেয় ভাইকে দান করেন, যে মুশরিক ছিল (নাসাঈ, হা/৫২৯৫)।
প্রশ্নকারী : রাইহান সৌরভ
বোয়ালিয়া, রাজশাহী।