কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কোনো ব্যক্তি লোন নিয়ে জমি কিনে সেই জমিতে বাড়ি করলে তার কোনো ইবাদত কবুল হবে কি?

উত্তর : না, কবুল হবে না। কেননা সূদের ভিত্তিতে লোন নেওয়া এবং তা দিয়ে বাড়ি তৈরি করা উভয়ই হারাম। মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও সূদকে হারাম করেছেন (আল-বাক্বারা, ২/২৭৫)। জাবের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, দাতা, তার লেখক ও সাক্ষ্যদাতার প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। আর হারাম অর্থের সাথে জড়িত থাকলে আল্লাহ তার ইবাদত কবুল করেন না। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّ اللهَ طَيِّبٌ لَايَقْبَلُ إِلاَّ طَيِّبًا ‘নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/২৩৯৩; তিরমিযী, হা/২৯৮৯; মিশকাত, হা/২৭৬০)।

প্রশ্নকারী : নাম প্রকাশ্যে অনিচ্ছুক



Magazine