কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : বকেয়া টাকা উত্তোলনের জন্য হালখাতা করা যাবে কি?

উত্তর : হালখাতা ধর্মীয় কোনো অনুষ্ঠান নয় বরং ব্যবসার একটি কৌশল মাত্র। সুতরাং হালখাতা অনুষ্ঠান যদি কোনো দিন, মাস, বছর নির্দিষ্ট না করে নিছক ব্যবসায়ীক সুবিধার্থে করা হয় এবং তা সকল প্রকার গান-বাজনা, জুলুম, প্রতারণা ও শরীয়ত বিরোধী কর্ম-কাণ্ড মুক্ত হয়, তাহলে বকেয়া টাকা উত্তোলনের উদ্দেশ্যে হালখাতা করাতে শারঈ কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কর্য পরিশোধের আশায় কর্য গ্রহণ করে আল্লাহ তাকে কর্য পরিশোধ করার সুযোগ দান করেন। আর যে ব্যক্তি এই আশায় কর্য গ্রহণ করে না, আল্লাহ তার কর্য পরিশোধের সুযোগ করে দেন না’ (ছহীহ বুখারী, হা/২৩৮৭; মিশকাত, হা/২৯১০)।

প্রশ্নকারী : এহসানুল হক

কুলনিয়া, দোগাছি, পাবনা সদর।


Magazine