কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : সেনা বাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীতে আবেদন করলে, একপর্যায়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে মেডিকেল টেস্ট করা হয় এবং তা বাধ্যতামূলক।এ ধরনের চাকুরির জন্য কি এই টেস্ট করা যাবে?

উত্তর: স্বাভাবিক অবস্থাতে কারো সতর উন্মোচন করা হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’কোন পুরুষ অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে যেন না তাকায়। কোন নারী অন্য নারীর গুপ্তস্থানের দিকে যেন না তাকায় (ছহীহ মুসলিম, হা/৩৩৮, মুসনাদে আহমাদ, হা/১১২০৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমার লজ্জাস্থান আপন স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যদের থেকে হেফাজত করবে (আবূ দাউদ, হা/৪০১৭, তিরমিযী, হা/২৭৬৯, ইবনু মাজাহ, হা/১৯২০)। সুতরাং সেনাবাহিনী বা বিদেশ গমনেচ্ছু লোকদের মেডিকেল পরীক্ষা যথাসম্ভব উলঙ্গ না করেই করতে হবে। তবে যদি এধরনের পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি না থাকে তাহলে জরুরী পরিস্থিতিতে এভাবে পরীক্ষা করা যাবে। কেননা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেন না (আল বাকারা, ২/২৮৬)।

প্রশ্নকারী : মো. মাসুদ রানা

তানোর, রাজশাহী।


Magazine