কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে উত্তর দিকে হয়ে মুরগী যবেহ করলে তার গোশত খাওয়া যাবে কি?

উত্তর : ‘বিসমিল্লাহ আল্লাহু আকবার’ বা শুধু ‘বিসমিল্লাহ’ বলে যেদিকেই ফিরে হোক না কেন মুরগী বা যেকোনো হালাল প্রাণী যবেহ করলে তা খাওয়া জায়েয। যেমন শিকার করা প্রাণীর ক্ষেত্রে বা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার করার ক্ষেত্রে ‘বিসমিল্লাহ’ বলে শিকার করলে যেমন তার গোশত খাওয়া বৈধ; তেমনি যেকোনো হালাল প্রাণী ‘বিসমিল্লাহ’ বলে যবেহ করলে তা খাওয়া বৈধ। সেক্ষেত্রে যেদিকেই মাথা রাখুক না কেন (ছহীহ বুখারী, হা/১৭৫; ছহীহ মুসলিম, হা/১৯২৯; মিশকাত, হা/৪০৬৪)। তবে কুরবানীর পশুর মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে যবহ করবে এবং যবহকারী ক্বিবলামুখী হবে (সুবুলুস সালাম, ৪/১৭৭; মির‘আত, ২/৩৫১)।

প্রশ্নকারী : ফিরোজ আহমাদ

সিংড়া, নাটোর।


Magazine