কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): গাধার মাংস খাওয়া কি হারাম?

উত্তর: গৃহপালিত গাধার মাংস খাওয়া হারাম। তবে বন্য গাধার মাংস খাওয়া হালাল। যখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করলেন, তখন আমরা জনবসতির বাইরে কিছু গাধা পেয়ে যাই। আমরা তা জবাই করে কিছু পাকিয়ে ফেললাম। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষ থেকে জনৈক ঘোষণাকারী ঘোষণা করেন, তোমরা জেনে রাখ! আল্লাহ তাআলা এবং তদীয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করছেন। কারণ তা নাপাক এবং শয়তানের কাজ। তখন সবগুলো পাতিল গোশতসহ উবু করে ফেলা হয়; অথচ তখনো পাতিলগুলো গোশতসহ উথলে উঠছিল’ (ছহীহ মুসলিম, হা/১৯৪০)। জাবির ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খায়বারের দিনে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে নিষেধ করেছেন। আর ঘোড়ার মাংসের ব্যাপারে তিনি অনুমতি প্রদান করেছেন (ছহীহ বুখারী, হা/৫৫২০)। আবূ কাতাদা রযিয়াল্লাহু আনহু বন্য গাধা শিকার করার পর সাথীরা কেউ কেউ এর গোশত খেলেন এবং কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন। অতঃপর তারা আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গিয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ‘এটি একটি আহারের বস্তু, যা আল্লাহ তাআলা তোমাদের আহারের জন্য দিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/২৯১৪)। সুতরাং বন্য গাধার গোশত খাওয়া বৈধ।

প্রশ্নকারী : রাফসান জামান

গ্র্যান্ড এরিয়া, ঢাকা।


Magazine