উত্তর : আযান ও ইক্বামত ছাড়া ছালাত কবুল হলেও একাকী ছালাত আদায়কারীর জন্য আযান ও ইক্বামত দেওয়াই সুন্নাত। আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তাকে তার পিতা সংবাদ দিয়েছেন যে, আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু তাঁকে বললেন, আমি দেখছি তুমি ছাগল চরানো এবং বন-জঙ্গলকে ভালোবাস। তাই তুমি যখন ছাগল নিয়ে থাক, বা বন-জঙ্গলে থাক এবং ছালাতের জন্য আযান দাও, তখন উচ্চকন্ঠে আযান দাও। কেননা, জিন, ইনসান বা যে কোনো বস্তুই যতদূর পর্যন্ত মুয়াযযিনের আওয়াজ শুনবে, সে ক্বিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে। আবূ সাঈদ রযিয়াল্লাহু আনহু বলেন, একথা আমি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট শুনেছি (ছহীহ বুখারী, হা/৬০৯)। সুতরাং আযান ও ইক্বামত দিয়েই ছালাত আদায় করতে হবে।
প্রশ্নকারী : হুমাউন কবীর
বগুড়া।