কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : আমাদের মোবাইল ফোনে যে গেমসগুলো থাকে যেমন. গাড়ির গেমস, মটরসাইকেলের গেমস ইত্যাদী। এই গেমসগুলো খেলা বা এই গেমসগুলোর সফটওয়্যার বানানো জায়েয হবে কি?

উত্তর : না, জায়েয হবে না। কেননা, মোবাইল ফোনের গেমসহ যে সকল খেলা-ধুলায় সময় নষ্ট হয়, বাজি ধরা হয় তার সবটাই হারাম। বাজি ধরে খেলা করা জুয়ার অন্তুর্ভক্ত। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! জেনে রাখো, মদ, জুয়া, লটারী ও ভাগ্য নির্ণয়ক তীর এ সবই শয়তানের অশ্লীল কর্ম। অতএব, তোমরা এগুলো থেকে বিরত থাকো যাতে তোমরা সফলকাম হতে পার। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও হিংসা-বিদ্বেশ ছড়াতে চায় এবং আল্লাহর যিকির ও ছালাত আদায় করতে বাধা সৃষ্টি করতে চায়। অতএব, তোমরা কি এগুলো থেকে বিরত হবে না’ (আল-মায়েদা, ৫/৯০-৯১)। সুলায়মান ইবনু বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নারদাশীর (পাশা বা এমন খেলা যাতে শারিরিক ও শরীয়তের কোন কল্যাণ নেই) খেলবে, সে যেন তার হাতকে শুকরের গোশত ও রক্তে রঞ্জিত করলো’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; আবূ দাঊদ, হা/৪৯৩৯)। আর শরীয়তের মূলনীতি হলো: হারাম কাজে সহযোগিতা করা হারাম। শরীয়ত বহির্ভূত গেম খেলা না জায়েয। সুতরাং গেম খেলার জন্য অ্যাপ বা সফটওয়্যার বানানো জায়েয হবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর কল্যাণ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মুবাশ্বিরা, বুশরা

পার্বতীপুর, দিনাজপুর।


Magazine