উত্তর : হ্যাঁ, পায়ের সাথে পা ও কাধে কাধ মিল করেই দাঁড়াতে হবে। কারণ অন্য ছালাতের মত এটাও একটি ছালাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর জানাযায় সারিবদ্ধ হন এবং চার তাকবীরে জানাযা পড়ান। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আজ হাবশা দেশের একজন নেককার লোক মৃত্যুবরণ করেছে। তাই তোমরা এসো তার জানাযার ছালাত আদায় করো। রাবী বলেন, আমরা তখন কাতারবন্দি হয়ে দাড়াঁলাম। অতঃপর তিনি তার জানাযা ছালাত আদায় করালেন। আমরা ছিলাম কয়েক কাতার’ (ছহীহ বুখারী, হা/১৩২০; মুসনাদে আহমাদ, হা/১৪১৮৩)। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা জনৈক ব্যক্তির জানাযায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম (ছহীহ বুখারী, হা/১৩২১; মিশকাত, হা/১৬৫৮)।
প্রশ্নকারী : শাকিল হোসাইন
চরগগনপুর, জামালপুর।