উত্তর : মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর ধসে যায় কিংবা নিচু হয়ে যায় এমন কবরকে ভরাট করার কোনো বিধি-নিষেধ শরীয়তে নেই। সুতরাং কবরকে বাঁশ জাতীয় বেড়া দিয়ে সংরক্ষণ করা যেতে পারে। তবে তা আবশ্যক নয়। পরিবর্তন করতে চাইলে ভরাট করে দেওয়া যায় (ফতওয়া ইবনু তাইমিয়্যা, ৩১/২৬২ পৃ. দ্র.)।
প্রশ্নকারী : হাফিযুর রহমান
মহাদেবপুর, নওগাঁ।