কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : নিজের প্রাপ্য অংশ পাওয়ার জন্য ভাই-বোন বাঅন্য আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা যাবে কি?

উত্তরপ্রথমে সামাজিকভাবে নিজের ওয়ারিছ সূত্রে পাওয়া অংশ উদ্ধার করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যদি ব্যর্থ হয় তাহলে, নিজের অধিকার আদায়ের জন্য আইনি ব্যবস্থা হিসেবে মামলা করতে পারে। কেননা আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন (আবূ দাউদ, হা/৩৫৬৫; নাসাঈ, হা/৩৬৪১)। এখন কেউ যদি কারো অধিকার খর্ব করে তাহলে, সে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। যেমন সাহাবীগণ নিজের হক্ব আদায়ের জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর নিকট বিভিন্ন বিষয়ে অভিযোগ নিয়ে আসতেন (আবূ দাউদ, হা/৩৬১৬, ৩৬৩১)। তবে, এর মাঝেও আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না (ছহীহ বুখারী, হা/৫৯৮৪; মিশকাত, হা/৪৯২২)।

প্রশ্নকারী : সালাউদ্দীন

ভাসানটেক, ঢাকা।


Magazine