কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): বর্তমানে অনেক ই-কমার্স ব্যবসায়ী ড্রপশিপিং পদ্ধতিতে পণ্য বিক্রি করে অর্থাৎ পণ্য নিজের হস্তগত না করেই কাস্টমারের অর্ডার অনুযায়ী ডিলার থেকে নিয়ে পৌঁছে দেয়। আমি নিজেও পণ্য স্টক করে বিক্রি করি, তবে স্টক শেষ হয়ে গেলে মাঝে মাঝে অর্ডার পাওয়ার পর ডিলার থেকে এনে দিই, কখনও কাস্টমারকে জানিয়ে, কখনও না জানিয়ে। এই পদ্ধতি কি শরীআতসম্মত?

উত্তর: যেসব পণ্যে ব্যক্তির পূর্ণ মালিকানা থাকবে, যখন ইচ্ছা সে তা বিক্রি করতে বা নিজের কাছে রেখে দিতে পারবে, সেসব পণ্য নিজের আয়ত্বে না নিয়ে আসলেও বিক্রি করতে পারে; যদি পণ্যটি বৈধ হয় এবং তাতে কোনো প্রতারণা না থাকে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি এমন বস্তু বিক্রয় করতে পারবে না, যার সে মালিক নয়’ (নাসাঈ, হা/৪৬১২)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমার কাছে নেই, এমন জিনিস বিক্রি করো না’ (তিরমিযী, হা/১২৩২)।

–মুহাম্মাদ রাইহানুল করিম

চট্টগ্রাম।


Magazine