উত্তর: বয়স মুখ্য বিষয় নয়, বরং তারা সাবালিকা হলেই তাদের উপর পর্দা করা ফরয হয়ে যায়। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা আসমা বিনতু আবূ বকর রযিয়াল্লাহু আনহুম পাতলা কাপড় পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ‘হে আসমা! মেয়েরা যখন সাবালিকা হয়, তখন এই দুটি অঙ্গ ছাড়া অন্য কোনো অঙ্গ প্রকাশ করা তার বৈধ নয়’। এ বলে তিনি তাঁর চেহারা ও দুই হাতের কব্জির দিকে ইশারা করেন (আবূ দাঊদ, হা/৪১০৪)। অঞ্চলভেদে মেয়েদের প্রাপ্তবয়স্কা হওয়ার সময় ভিন্ন হতে পারে।
প্রশ্নকারী : মো. ফাতিন ইশতিয়াক লাবিব
গাবতলী, বগুড়া।