কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ‘সূরা ইখলাস ১০ বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি করা হয়’ উক্ত হাদীছটি কি ছহীহ?

উত্তর : হাদীছটির ইবারত নিম্নরূপ, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَرَأَ قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتّٰى يَخْتِمَهَا عَشَرَ مَرَّاتٍ بَنَي اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ

অর্থাৎ ‘যে ব্যক্তি সূরা ইখলাছ দশবার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন’ (মুসনাদে আহমাদ, হা/১৫৬৪৮; সিলসিলা ছহীহা, হা/৫৮৯)। এই হাদীছটির সনদে রিশদীন ইবনু সা‘দ ও যাববান এই দুই রাবী থাকার কারণে যঈফ। তবে ইমাম আলবানী রহিমাহুল্লাহ হাদীছটি আমলযোগ্য বলেছেন। যেহেতু তার ত্বাবারানী, হা/৩৯৭ ও দারেমী, ২/৪৫৯-এ শাওয়াহেদ রয়েছে।

প্রশ্নকারী : মো. জাহিদ হাসান

মোহনপুর, রাজশাহী


Magazine