কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : সন্তান প্রসবের আগে লেবার পেইন (প্রসব ব্যথা) উঠার সাথে সাথে তো সন্তান ভূমিষ্ট হয় না। এখন আমি জানতে চাই, এই এমনিউটিক ফ্লুইড (পানি) ভেঙ্গে যাওয়ার পর, বাচ্চা না হওয়া পর্যন্ত ছালাতের ওয়াক্ত হলে কি ছালাত আদায় করতে হবে নাকি ফ্লুইড ভেঙ্গে গেলে আর ছালাত আদায় করা লাগবে না?

উত্তর : সন্তান ভূমিষ্টের পূর্বে গর্ভবতী মায়ের পেট থেকে যা কিছু নির্গত হয়, তার দুই অবস্থা- ১. যদি তা রক্ত হয় এবং সন্তান ভূমিষ্টের দুই তিন দিন পূর্বে প্রচণ্ড ব্যথার সাথে বের হয়, তাহলে তা নিফাসের রক্ত। এ অবস্থায় তাকে ছালাত ও ছিয়াম আদায় করতে হবে না। আর তা না হলে তথা ব্যথার সাথে বের না হলে সেটা ইসতেহাযার রক্ত বলে গণ্য হবে। এ অবস্থায় সে ছালাত ছিয়াম আদায় করবে। ২. আর যদি শুধু পানি বের হয়, তাহলে সেটা স্বাভাবিক তরল পদার্থ হিসেবে ধরা হবে যা বের হলে অযূ নষ্ট হয়। এ অবস্থায়ও ছালাত ও ছিয়াম আদায় করবে। কেননা তা নিফাসের রক্ত নয়। ইবনু তাইমিয়া রহ. বলেন, সন্তান ভূমিষ্টের দুইদিন বা তিনদিন পূর্বে যা দেখা যায় তা নেফাস হিসাবে গণ্য। কেননা তা সন্তান ভূমিষ্টের জন্যই বের হয়েছে। (শরহু উমদাতিল ফিকহ ১/৫১৪)।

প্রশ্নকারী : হাজেরা

ফ্রনটোন, ফ্রান্স


Magazine