কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ছালাতে মহিলাদের সতর কতটুকু? জনৈক আলেম বলেন, মহিলাদের সতর হচ্ছে— ‘দুই হাত ও মুখমণ্ডল ব্যতীত পুরো শরীর, এমনকি দুই পায়ের পাতাও’। তিনি আরও বলেন, ‘কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকী ছালাত আদায়ের সময় তার হাত এবং মুখমণ্ডলের বাইরে অন্যকিছু অনাবৃত হয়ে যায়, তাহলে তার ছালাত বাতিল হয়ে যাবে’।উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তরদু’হাতের তালু ও চেহারা ব্যতীত মহিলাদের সর্বাঙ্গ সতরের অন্তর্ভুক্ত (আবূ দাঊদ, হা/৪১০৪; ছহীহুল জামে, হা/৭৮৪৭)। আর একাকী বা পর্দার মধ্যে মহিলা পরিবেশে পায়ের পাতা ঢেকে রাখার প্রয়োজন নেই। তবে যদি এমন কোনো স্থানে হয় যেখানে পরপুরুষের সমাগম রয়েছে, তাহলে যথাসাধ্য ঢেকে রাখবে। আর এটাই হবে তাক্বওয়ার পরিচায়ক। মহান আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করো’ (আত- তাগাবুন, ৬৪/১৬)। মহিলাদের জন্য ছালাতের সময়ে একাকী থাকলেও সতর ঢাকা আবশ্যক। কেননা সতর ঢাকা হলো ছালাতের একটি শর্ত, যেটি ছাড়া আল্লাহ তাআলা ছালাত কবুল করবেন না; বরং ইচ্ছাকৃতভাবে সতরের কোনো অংশ না ঢাকলে সেই ছালাত বাতিল হয়ে যাবে (ছহীহ বুখারী, হা/৩৬১; ছহীহ মুসলিম, হা/৩০১০; আবূ দাঊদ, হা/৬৪১; তিরমিযী, হা/৩৭৭)।

প্রশ্নকারী : তৌফিক-এ-এলাহী

গাবতলী, বগুড়া।


Magazine