উত্তর : মৃতকে গোসল দেওয়ার পরে তার শরীর থেকে কোনো অপবিত্রতা বের হলে আবার তাকে গোসল দেওয়া আবশ্যক নয়। বরং সেই অপবিত্রতা দূর করে দিবে (আল মাজমূ, নববী, ৫/১৭৬)। সুতরাং কাফন দেওয়ার পরেও মৃতের শরীর থেকে পেশাব বের হলে তাকে আবার গোসল দিতে হবে না। বরং কাপড় বা তুলা দিয়ে যথাসম্ভব সেই পেশাব দূর করার চেষ্টা করবে।
প্রশ্নকারী : শাকিল মাহমুদ
বীরগঞ্জ, দিনাজপুর