কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): মৃত পিতার সম্পত্তিতে এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রী এর মধ্যে কীভাবে বণ্টন হবে? উদাহরণস্বরূপ- ৩০০০০০ টাকা থাকলে এক ছেলে, এক মেয়ে ও এক স্ত্রী কে কত পাবে?

উত্তর: যেহেতু মৃত ব্যক্তির সন্তান আছে, সুতরাং তার স্ত্রী পাবে এক-অষ্টমাংশ। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যদি তোমাদের সন্তুান-সন্ততি থাকে, তাহলে তোমরা যা অছিয়ত করবে সেই অছিয়ত ও ঋণ পরিশোধের পর তোমাদের পরিত্যক্ত সম্পত্তি হতে তাদের (স্ত্রীদের) জন্য এক-অষ্টমাংশ (আন-নিসা, ৪/১২)। সুতরাং স্ত্রী পাবে ৩৭,৫০০ টাকা। আর বাকি অংশ থেকে ছেলে পাবে মেয়ের দ্বিগুণ (আন-নিসা, ৪/১১)। সুতরাং ছেলে পাবে ১৭৫,০০০ আর মেয়ে পাবে ৮৭,৫০০।

প্রশ্নকারী : মো. কানব হাসনাত

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।


Magazine