উত্তর : প্রথমত, ঐ ছেলের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে সে স্বামীর আমানতের খিয়ানত করেছে যা হারাম। এর জন্য তাকে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে তাওবা করতে হবে। দ্বিতীয়ত, কোর্টের মাধ্যমে বা কাযীর মাধ্যমে যদি খোলা তালাক করে থাকে তাহলে এক ঋতু বা একমাস ইদ্দত পালন করে থাকে এবং অলীর অনুমতি থাকে তাহলে ছেলে অবিবাহিত হোক বা বিবাহিত হোক তার সাথে বিয়ে করতে পারবে। কেননা খোলাকারীর ইদ্দত এক হায়েয বা এক ঋতু। ছাবেত ইবনু ক্বায়েসের স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা করলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইদ্দত এক হায়েয নির্ধারণ করেন (আবুদাঊদ, হা/২২২৯; তিরমিযী, বুলূগুল মারাম, হা/১০৬৭)। অন্য বর্ণনায় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ বৈধ নয়’ (আবুদাঊদ, হা/২০৮৫; মিশকাত, হা/৩১৩০)। তিনি আরো বলেন, ‘কোন নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবুদাঊদ, হা/২০৮৩; মিশকাত, হা/৩১৩১)। উল্লেখ্য যে, খোলা ছাড়া মেয়েদের তালাক দেওয়ার অধিকার নেই।
প্রশ্নকারী : ফরিদুল ইসলাম
সৌদি প্রবাসী।