কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : জনৈক ব্যক্তির শুধু দুই মেয়ে আছে। তিনি কি তার সম্পদসমূহ মেয়েদের নামে লিখে দিতে পারবেন?

উত্তর : না, কোনো ব্যক্তি তার সকল সম্পদ কন্যাদেরকে লিখে দিতে পারবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হক্বদারের অংশ নির্দিষ্ট করেছেন। সুতরাং কোনো ওয়ারিছের জন্য অছিয়ত করা যাবে না। যেহেতু দুই কন্যা, তাই তারা পিতা-মাতার রেখে যাওয়া সম্পদের দুই-তৃতীয়াংশ পাবে। বাকী অংশ আছাবাদের মাঝে বণ্টন হবে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারীই দুই এর অধিক হয়, তবে তাদের জন্য ঐ সম্পদের তিন ভাগের দুই ভাগ প্রাপ্য; যা রেখে তারা মারা গেছে। আর যদি একজন হয়, তবে তার জন্য অর্ধেক প্রাপ্য (আন-নিসা, ৪/১১)। সুতরাং এমন কাজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : মকবুল শেখ

বরিশাল।


Magazine