উত্তর : কুরবানীর উদ্দেশ্যে ক্রয়কৃত সুস্থ পশু যদি রোগাক্রান্ত কিংবা কোনো দুর্ঘটনায় ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে উক্ত পশু দিয়ে কুরবানী করতে শারঈ কোনো বাধা নেই। আব্দুল্লাহ ইবনু যুবায়ের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তার কাছে হজ্জের কুরবানীর পশুসমূহের মধ্যে একটি কানা পশু নিয়ে আসা হলো। তখন তিনি বললেন, যদি পশুটি তোমাদের কেনার পরে কানা হয়ে থাকে, তাহলে তোমরা তা কুরবানীতে চালিয়ে দাও। আর যদি তোমাদের কেনার আগে থেকেই কানা হয়ে থাকে, তাহলে তার পরিবর্তে অন্য একটি কুরবানী দাও’ (বায়হাক্বী, সুনানে ছুগরা, হা/১৭৭৪)। ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন, হাদীছটির সনদ ছহীহ (আল-মাজমূ‘, ৮/৩৬৩)।
প্রশ্নকারী : আহমাদ
কাটাখালী, রাজশাহী।