উত্তর : এ ধরনের কথার শারঈ কোনো ভিত্তি নেই। পর্দা ঠিক রেখে মসজিদের ডানপাশে, বামপাশে, উপর তলা ও নিচ তলা সুবিধামতো এর যে কোনো স্থানে ছালাত আদায় করতে পারবে। এতে কোনো সমস্যা নেই। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, ইমাম এবং মুক্তাদীর মাঝখানে দেয়াল বা সুতরা। এরপর তিনি হাসান বাসরী রহিমাহুল্লাহ-এর মত নকল করেন, হাসান বছরী রহিমাহুল্লাহ বলেন, ‘ইমাম ও তোমার মাঝে নদীর অন্তরাল থাকলেও ছালাত আদায় করতে অসুবিধা নেই’। আবু মিজলায রহিমাহুল্লাহ বলেন, ‘যদি ইমামের তাকবীর শোনা যায় তাহলে ইমাম ও মুক্তাদীর মধ্যে রাস্তা বা দেয়াল থাকলেও অনুসরণ করা যায়’ (ছহীহ বুখারী, ‘ইমাম ও মুক্তাদীর মাঝে প্রাচীর বা অন্তরাল’ অধ্যায়)। এরপর তিনি দলীল উল্লেখ করেন। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ছালাত তাঁর নিজ কামরায় আদায় করতেন। কামরার দেয়ালটি ছিল নিচু। ফলে একদিন ছাহাবীগণ নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীর দেখতে পেলেন এবং তারা দাঁড়িয়ে তাঁর সাথে ছালাত আদায় করলেন। সকালে তারা একথা বলাবলি করছিলেন। দ্বিতীয় রাতে তিনি ছালাতে দাঁড়ালেন। ছাহাবীগণ দাঁড়িয়ে তাঁর সাথে ছালাত আদায় করলেন। দুই বা তিন রাত তারা এরকম করলেন। এরপরে (রাতগুলোতে) রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন বের হলেন না। ভোরে ছাহাবীগণ এ বিষয়ে আলোচনা করলেন। তখন তিনি বললেন, আমার আশঙ্কা হচ্ছিল যে, রাতের ছালাত তোমাদের উপর ফরয করে দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/৭২৯)।
প্রশ্নকারী : সোহেল রানা