কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : আমাদের এক ভাই মানত করেছে যে, তার যদি ছেলে সন্তান হয় তাহলে সে গরু দিয়ে আক্বীক্বা দেবে। এটা কি বৈধ হবে?

উত্তর : উট দিয়ে আক্বীক্বা করার প্রমাণে যেই আছারগুলো বর্ণিত হয়েছে সেগুলো সঠিক নয়। তাই উট ও গরু দিয়ে আক্বীক্বা করা যাবে না। বরং ছাগল, ভেড়া দিয়েই আক্বীক্বা দিতে হবে। তাই এই মানত পুরা করা যাবে না। বরং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছহীহ হাদীছ অনুযায়ী সন্তান জন্মের সপ্তম দিনে ছাগল অথবা ভেড়া দিয়েই আক্বীক্বা দিতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করে, সে যেন সেই আনুগত্য করে; আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার মানত করে, সে যেন তা না করে’ (ছহীহ বুখারী, হা/৬৬৯৬)।

প্রশ্নকারী : মো. মাহমুদুল হাসান

দিনাজপুর।

Magazine