উত্তর : নারীদের ব্যবহার্য প্রয়োজনীয় পোশাক তৈরি করা, হাতের কাজ করা কিংবা বিক্রয় করা জায়েয। সেটা যে ধরনের পোশাকই হোক না কেন। শর্ত হলো, ১. সেটা যেন পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না- (১) পিতা-মাতার অবাধ্য সন্তান, (২) যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, (৩) পুরুষের বেশধারী নারী’ (শুআবূল ঈমান, হা/১০৩১০; ছহীহ তারগীব, হা/২০৭০)। ২. আঁটসাঁট না হয়; এবং ৩. এমন পাতলা ঝরঝরে না হয়, যার উপর দিয়ে ভিতরের অঙ্গ দেখা যায়। نِسَاءٌ كَاسِيَاتٌ অর্থাৎ কাপড় পরিহিত উলঙ্গ নারী (মুসলিম হা/৫৪৭৫; মুসনাদে আহমাদ, হা/৮৬৬৫)। দর্জি যদি পুরুষ হয় তাহলে নারীদের পোশাকের মাপ নিজে না নিয়ে অন্য মহিলার মাধ্যমে নিবে।
প্রশ্নকারী : মো. আবূ মূসা
লোহাগড়া, নড়াইল