কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): জিনদের মাঝে কেউ কি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবী ছিলেন?

উত্তর: হ্যাঁ, জিনদের মাঝে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবী ছিল। যারা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সাক্ষাৎ লাভ করেছে এবং তাঁর উপর ঈমান এনেছে। তারা ছাহাবীর মাঝে গণ্য। ছাহাবীর সংজ্ঞা হলো, যে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ঈমান অবস্থায় সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছে (নুযহাতুন নাযর, পৃ. ১৮৯)। আল্লাহ মানুষ ও জিন জাতির কাছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রেরণ করেছেন এবং জিনদের মাঝে যেমন মুমিন রয়েছে এবং তেমন কাফেরও রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘বলো, আমার প্রতি অহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি। যা সত্যের দিকে হেদায়াত করে; ফলে আমরা এতে ঈমান এনেছি।

আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না’ (আল-জিন, ৭২/১-২)। ইবনু হাযম বলেন, ছহীহ মুসলিম এ বিষয়ে মতভেদ করতে পারে না যে জিনদের মাঝে একদল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গী হয়েছিলেন এবং তাঁর প্রতি ঈমান এনেছিলেন। যে ব্যক্তি তা অস্বীকার করবে কুরআনকে মিথ্যাচার করার জন্য সে কাফের (আল মুহাল্লা, ৭/৪৮৫)।

প্রশ্নকারী : মো. খোরশেদ মাসুদার রহমান

সাঘাটা, গাইবান্ধা।


Magazine