কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): মসজিদ বা মাদরাসায় কোনো কিছু দান করার পর নিলামে আমি কি তা ক্রয় করতে পারব?

উত্তর: কোনো কিছু দান করার পর সেই বস্তু নিলামে তোলা হলে দানকারী আর তা ক্রয় করতে পারবে না। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু আল্লাহর রাস্তায় আরোহণের জন্য একটি ঘোড়া দান করেন। অতঃপর তিনি সে ঘোড়াটিকে বিক্রি হতে দেখতে পান। তিনি তা কিনে নিতে ইচ্ছা করলেন এবং আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি ওটা ক্রয় করো না এবং তোমার দেওয়া ছাদাকা ফেরত নিয়ো না’ (ছহীহ বুখারী, হা/৩০০২)। আরেক বর্ণণায় আছে, উমার রাযিয়াল্লাহু আনহু বলেন, আমার একটি ঘোড়া আল্লাহর পথে দান করলাম, যার কাছে ঘোড়াটি ছিল সে এর হক্ব আদায় করতে পারল না। তখন আমি তা ক্রয় করতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি কম মূল্যে বিক্রি করবে। এ সম্পর্কে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি জিজ্ঞেস করলাম। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি ক্রয় করবে না এবং তোমার ছাদাকা ফিরিয়ে নিবে না, সে তা এক দিরহামের বিনিময়ে দিলেও। কেননা যে ব্যক্তি নিজের ছাদাকা ফিরিয়ে নেয়, সে ঐ কুকুরের ন্যায় যে বমি করে নিজের বমি পুনরায় ভক্ষণ করে’ (ছহীহ বুখারী, হা/১৪৯০; ছহীহ মুসলিম, হা/১৬২০)।

প্রশ্নকারী : তাইজুল ইসলাম

নীলফামারী।


Magazine