উত্তর: ঘুমানো ক্ষেত্রে মাথা ও পাকে নির্দিষ্ট কোনো দিক করে রাখা মর্মে কোনো কুরআন হাদীছ বর্ণিত হয়নি। বরং হাদীছে যতটুকু পাওয়া যায় তা হলো, ছালাতের মতো অযু করে ডান কাতে ভর করে ঘুমাতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার বিছানায় যাবে তখন তুমি ছালাতের ন্যায় অযু করে ডান কাতে ভর করে ঘুমিয়ে পড়বে (ছহীহ বুখারী, হা/২৪৪)। তাই উত্তরে পা, দক্ষিনে মাথা করে কেউ ঘুমালে তার কোনো গুনাহ হবে না। তবে সমাজে যদি উত্তরে পা, দক্ষিনে মাথা করে ঘুমানোকে গুনাহ মনে করে তাহলে তা কুসংস্কার বলে বিবেচিত হবে। ওয়াল্লাহু আ‘লাম।
প্রশ্নকারী : আব্দুর রহমান
বাঁশেরবাদা,ঈশ্বরদী,পাবনা।