উত্তর: শেয়ার বাজারে বিনিয়োগকৃত টাকা তার নিজস্ব টাকা। তাতে তার পূর্ণ মালিকানা রয়েছে। সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাতযোগ্য সম্পদের সাথে শেয়ার বাজারে বিনিয়োগকৃত এই টাকারও হিসাব করে যাকাত দিবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি তোমার নিকট এক বছরের জন্য দুইশত দিরহাম থাকে, তবে বছরান্তে এর জন্য পাঁচ দিরহাম (শতকরা আড়াই টাকা) যাকাত দিতে হবে (আবূ দাঊদ, হা/১৫৭৩)। সুতরাং উক্ত বিনিয়োগকৃত সম্পদে যাকাত দিতে হবে।