কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : ইউরোপ/আমেরিকায় বাসা ক্রয় করতে হলে ব্যাংক থেকে লোন নিতেই হয়। এছাড়া বাসা ক্রয় করা সম্ভবই নয়। ক্যাশ টাকা দ্বারা বাসা ক্রয় করলে অনেক সমস্যা হয়। এমতাবস্থায় ব্যাংক থেকে কি টাকা লোন নেওয়া জায়েয হবে? আর যারা অভিবাসী হয় তারা ১০০% মিত্যা বলে অভিবাসী হয় এবং অভিবাসী হওয়ার কারণে প্রতিমাসে অভিবাসন ভাতা পায়। এইভাবে অভিবাসী হওয়া কি বৈধ হবে?

উত্তর : . সূদী লোন নিয়ে বাসা-বাড়িসহ কোনো কিছুই করা যাবে না। কেননা সূদ একটি সুস্পষ্ট হারাম বস্তু। একজন মু’মিন-মুসলিম হিসাবে সূদ থেকে বেঁচে থাকা আবশ্যক। যতোই সমস্যা হোক না কেন সূদের আশ্রয় নেওয়া যাবে না। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সূদকে করেছেন হারাম (আল-বাক্বারা, ২/২৭৫)। তিনি আরো বলেন, ‘আল্লাহ সূদ মিশ্রিত সম্পদকে সংকুচিত করেছেন’ (আল-বাক্বারা, ২/২৭৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসাপ করেছেন, ‘সূদ-দাতা সূদগ্রহীতা, সূদের সাক্ষী এবং এর লেখকের উপর এবং বলেছেন, তারা সবাই সমান পাপী’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। বিশেষ সুবিধার আশায় মিথ্যার আশ্রয় গ্রহণ করে অভিবাসি ভাতা গ্রহণ করা যাবে না। কেননা মিথ্যা একটি মহাপাপ। এই মর্মে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা অশ্লিলতার দিকে ধাবিত করে আর অশ্লিলতা জাহান্নামের দিকে ধাবিত করে’ (ছহীহ মুসলিম, হা/৬৮০৫; মিশকাত, হা/৪৮২৮)। এমন পরিস্থিতিতে হারাম ব্যতীত বৈধ পন্থায় বৈধ অর্থে বাড়ি নিমার্ণ করবে অন্যথায় ভাড়া বাসায় বসবাস করবে।

-আলিমুদ্দীন

প্যারিস।


Magazine