কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : সৎ মায়ের প্রতি সৎ ছেলের কি কোনো দায়িত্ব আছে?

উত্তর : : হ্যাঁ, সৎমায়ের প্রতি সৎছেলের বিশেষ দায়িত্ব রয়েছে। তার সাথে সদাচণ করা, তার খোঁজ-খবর নেওয়া। আর তার ভরণ-পোষণের দায়িত্ব নিতে পারলে তো বড় ইহসান হবে। মহান আল্লাহ বলেন, ‘আমি বানী ইসরাঈলের নিকট থেকে পাক্কা ওয়াদা নিয়েছি যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা-মাতা, নিকটাত্মীয়, ইয়াতীম ও মিসকীনদের সাথে ভালো ব্যবহার করবে’ (আল-বাক্বারা, ২/৮৩)। আপন মা, সৎ মা এরা হলো পিতার সবচেয়ে কাছের বন্ধু। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পিতা-মাতার বন্ধু-বান্ধবের সাথে ভালো ব্যবহার প্রসঙ্গে একটি হাদীছ বর্ণিত হয়েছে। আবূ উসাইয়্যিদ আস-সাঈদী রযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম এমন সময় হঠাৎ করে বনূ সালামা গোত্রের জনৈক ব্যক্তি আসলেন। এসে বললেন, আল্লাহর রাসূল! পিতা-মাতা মৃত্যুর পর কোনো ভালো আচরণ বাকি থাকে কি যার দ্বারা আমি তাদের সাথে ভালো আচরণ করতে পারব। তিনি বললেন, ‘হ্যাঁ, আছে! তুমি তাদের মৃত্যুর পর তাদের জন্য ক্ষমা চাইবে, তাদের প্রতিশ্রুতি পূর্ণ করবে, তাদের সূত্র ধরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, তাদের বন্ধু-বান্ধবদের সম্মান করবে’ (আবূ দাঊদ, হা/৫১৪২; মিশকতা, হা/৪৯৩৬)।

প্রশ্নকারী : মো. হামিদুর রহমান

গোদাগাড়ী, রাজশাহী।


Magazine