কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : বিধবাবা তালাক প্রাপ্তা মহিলা কিতার বাবার অনুমতি ছাড়া নিজেই বিবাহ করতে পারবে?

উত্তর :  না, বিধবা বা তালাকপ্রাপ্তা মহিলারাও অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে না। বিবাহে কুমারী মেয়েদের জন্য যেমন অভিভাবকের অনুমতি থাকা শর্ত, ঠিক তেমনই বিধবা বা তালাকপ্রাপ্তা মহিলাদের জন্যও অভিভাবকের অনুমতি থাকা শর্ত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ হয় না’ (তিরমিযী, হা/১১০১; আবূ দাঊদ, হা/২০৮৬; ইবনু মাজাহ, হা/১৮৮১)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে তার সে বিয়ে বাতিল’। তিনি একথাটি তিনবার বলেছেন (আবূ দাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২)। বিধবা বা তালাকপ্রাপ্তা মহিলাদেরকে বিবাহে তাদের অভিভাবকের অনুমতি থাকতে হবে। উল্লেখ্য, হাদীছে রয়েছে যে, পূর্ব বিবাহিতা মহিলা তার নিজের ব্যাপারে অভিভাবকের তুলনায় অধিক হক্বদার’ (ছহীহ মুসলিম, হা/১৪২১)। এটি দিয়ে উদ্দেশ্য হলো, বিবাহে সম্মতি দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ সে বিবাহ করবে কিনা এতে সে বেশি হক্বদার। কিন্তু সম্মতি দেওয়ার পরে বিবাহে অবশ্যই অভিভাবকের অনুমতি লাগবে। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ তা বাতিল বলে গণ্য হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।


Magazine